৭১বাংলাদেশ প্রতিবেদকঃঅযত্ন আর অবহেলায় নষ্ট হতে বসেছে ৭১ এর স্রৃতিময় প্রতিক চান্দনা চৌরাস্তার মুক্তি যুদ্ধের ভাষকর্য। অযত্নশীল আর অবহেলায় ধংশ হতে বসেছে মুক্তিযুদ্ধের সৃতি ফলক গুলি,৭১ এর রনাঙ্গনে অর্জিত আমাদের স্বাধীনতা। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি আমাদের এই স্বাধীনতা।জাতীর জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা।তেমনি মুক্তিযুদ্ধের এক স্রৃতিস্থম্ভ গাজীপুরের জয়দেবপুর চান্দনা চৌরাস্তা। জয়দেবপুর সিটি কর্পোরেশন এর একদম মাঝ বরাবর এর অবস্থান অথচ অযত্ন আর অবহেলায় এর সৌন্দর্যময় হারাতে বসেছে। জাতীয় একটা প্রতিক অথচ তার পাশে রক্ষনা বেক্ষন করার জন্য চত্বুর পাশে লোহার বেড়া দেয়া আছে। তার পরেও সেই দেয়ালের উপর দিয়ে সাধারন জনগন চলাচল করছে অবাধে। এবং কি যে আমাদের মুক্তি যুদ্ধের প্রতিক তার চত্বুর পাশে সাধারন জনগন ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করছে এবং কি সরকারী ভাবে নিষেধ থাকা সত্বেও বেআইনি ভাবে জনগন প্রশ্রাব খানা বানিয়েছে।দিন দুপুরে জন সম্মূখে অনেক লোক দেখা যায় প্রশ্রাব করতে।এমন একটি জাতীয় প্রতিকের পরিবেশ যদি দিনের দুপুরে নষ্ট করে তাহলে কতৃপক্ষ কতটা উদাশীন। এবং সাধারন পথচারীগন জানান দূর্গন্ধের জন্য চলাচল করা অসম্ভব হয়ে পরেছে ,পথচারী রফিক জানান প্রশ্রাবের পানি রাস্তায় গড়িয়ে পুরো রাস্তা নষ্ট হচ্ছে ।তাই মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহাদয়ের কাছে আকুল আবেদন যথাযথা তদন্ত সাফেক্যে ব্যবস্থা নেয়া হোক। এবং এ রকম অন্যায় কারীদের আইনের আওতায় আনা হোক। সাথে মুক্তিযুদ্ধেরর এই প্রতিক কে রক্ষনা বেক্ষনের জন্য আর জোর দার করা হক এটাই এলাকা বাসীর দাবী।
Discussion about this post