কবিতা-প্রিয় সেই ছাত্র তুমি সুন্দর কথাবার্তা,সুন্দর প্রিয় মন। ভালবাসে বন্ধুবান্ধব,ভালবাসে প্রিয় মুখ। বৈশিষ্ট অধ্যায়ন,সততায় সারাক্ষণ। ভালবাসে গুরুজন,ভালবাসে লোক প্রতিজন। ভালবাসার উচ্ছাসে মন তুমি মিশে যাও, জীবনকে বিপদে ফেল, ভুল রাস্তায় পা বাড়িয়ে। তুমি সেই মেধাবী স্কুলের ভাল ছাত্র ভালবাসে বন্ধুবান্ধব,ভালবাসে প্রিয় মুখ। মাদক দ্রব্য সেবনে পুঙ্গ মন,অন্ধকার জীবন। তুমি সেই ছাত্র তীক্ষ্ম বুদ্ধি,সুক্ষ্ম জ্ঞান ভালবাসে গুরুজন,ভালবাসে লোক প্রতিজন। অসৎ সঙ্গ,মাদক দ্রব্য সেবনে প্রতিযোগীতায় মন। আদর্শ ছাত্র,পড়াশুনা প্রতিযোগীতায় প্রথম হও মেধা তালিকায় প্রতি বছর। সুন্দর কথাবার্তা,সুন্দর তোমার মন নিঃস্ব,অসহায়,ধ্বংস,করছো ছাত্র জীবন। বাবা মায়ের আদরের সন্তান,ভবিষ্যৎ ধন। তুমি সেই ছাত্র তোমার প্রতিভায় জাগ্রত হত অন্য ছাত্রের প্রতিদিন মন। আজ ঘৃণিত,দূরে থাক,ব্যর্থ প্রেমিক প্রিয় সেই ছাত্র তুমি। ছবি-কবি-তাজ উদ্দীন(এর)
Discussion about this post