টাঙ্গাইল ব্যুরোঃনাগরপুর উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি মরহুম গোলাম মোহাম্মদ খান তারেকের মাতা হাজেরা খাতুন(৯০) বার্ধক্যজনিত কারণে কাল শুক্রবার সকাল ১১ টার সময়ে ঢাকার এম.এইচ শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। তাঁর জানাজা বাদ যোহর অনুষ্ঠিত হয়েছে। এসময়ে আরও উপস্থিত উপস্থিত ছিলেন, আ’লীগ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক সাংসদ আলহাজ্ব মকবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আলম চাঁদ, উপজেলা আ’লীগ সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী সহ মৃতের আত্বীয়, নাগরপুর ও দেলদুয়ার আ.লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ নেতা কর্মী এবং হাজারো জনসাধারনের উপস্থিতিতে জানাজা শেষে তাকে পারিবারিক গরুস্থানে দাফন করা হয়।