বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রামের ০৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে গণসংযোগকালে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম.রেজাউল করিম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ কথায় নয় কাজে প্রমাণ দেয়। ভোট পেতে অনেক কথাই বলতে পারে।
বঙ্গবন্ধুর আওয়ামী লীগ স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে, স্বাধীনতা এনেছে। সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়েছে, বঙ্গবন্ধু কন্যা বিষ্ময়কর ভাবে দেশের উন্নয়ন করে দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছেন। তাঁর দুরদর্শিতায় গিয়ে চলছে উন্নত রাষ্ট্র গড়ার কাজ। পাহাড়তলী ওয়ার্ডের প্রাকৃতিক নৈসর্গ্য চট্টগ্রামের ঐতিহ্য। ঐতিহ্য সংরক্ষনে আমার বিশেষ দৃষ্টি থাকবে। মেয়র নির্বাচিত হলে আমি মাদক ও সন্ত্রাসমুক্ত, পরিবেশ বান্ধব মহানগর গড়তে কাজ করব।
জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রামের প্রতি বিশেষ আন্তরিকতাকে কাজে লাগিয়ে দক্ষিন এশিয়ার অন্যতম সমৃদ্ধতর মহানগর হবে চট্টগ্রাম।
এসময় মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মো. সফর আলী, শেখ মাহমুদ ইসহাক, সিনিয়র সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সহ সভাপতি খোরশেদ আলম সুজন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, মহানগর যুবলীগের সাবেক সাধারন সম্পাদক শফিকুল হাসান, মহানগর আওয়ামী লীগ নেতা মো. ঈছা, জামশেদুল আলম চৌধুরী, দক্ষিন জেলা আওয়ামী লীগ নেতা শওকত ওসমান জাহাঙ্গীর, ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল আমিন তালুকদার, যুগ্ম আহ্বায়ক শওকত আলী প্রমূখ।
এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।ছবি ফাইল ফটো
Discussion about this post