জনতার কলম ঃ বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি তথা-কথিত সুশীল সমাজ বা তাদের উত্তরসূরীরা রাজপথে এসে দাঁড়িয়েছে ‘মুক্তিযোদ্ধা কোটা’ বাতিলের দাবি নিয়ে। আমি তাদের প্রতি অনুরোধ রাখব, একবার অন্তত নিজের গায়ের গন্ধটা শুঁখে দেখুক। যারা সেই ৭১’এ মহান”মুক্তিযুদ্ধের”বিরোধিতা করেছিল আজ তাদের সন্তানেরাই মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা করছে। আমরা সেদিন দেশমাত্রিকার পবিত্রতা রক্ষার্থে কলম ছেড়ে অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম। আর সেদিন উনারা পরিবার পরিজন নিয়ে নিরাপদ আশ্রয়ে আরামে দিন যাপন করেছেন। আর সুযোগ পেলেই হানাদার বাহিনীকে বিভিন্নভাবে সাহায্য সহায়তা করেছেন । আর কেউ কেউ অসহায় মা-বোনদেরকে ধরে হানাদারদের নির্যাতনের শিকার বানিয়ে দিয়েছেন । আজ তারা আবার বড় গলায় কথা বলছেন। মুক্তিযোদ্ধা জাহেদ ফেসবুক ওয়াল
Discussion about this post