মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় জেলাধীণ আটোয়ারী উপজেলার ৩৬টি পরিবারের ঘর ও টাকা সহ মালামাল আগুনে পুড়ে ছাই হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
২৭শে নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে উক্ত ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, অদ্য গ্রামের রান্নাঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রাপাত হয়েছে। এতে আগুন লাগার সাথে সাথেই লেলিহান শিখা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পঞ্চগড় ফায়ার সার্ভিসকে খবর দিলে পঞ্চগড় সদর ফায়ার সার্ভিস ও বোদা উপজেলার ফায়ার সার্ভিস ঘটনাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা পর্যন্ত ৩৬টি পরিবারে ঘর পুড়ে ছাই।
অগ্নিকান্ডের ঘটনাকে কেন্দ্র করে পঞ্চগড় সদর ফায়ার সার্ভিস ও বোদা উপজেলার ফায়ার সার্ভিস জানান, প্রাথমিকভাবে রান্নাঘরের আগুন থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।
মির্জাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওমর আলী জানান, ঐ গ্রামে আগুন লাগার ঘটনা ঘটে। এতে ৩৬টি পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পঞ্চগড় ফায়ার সার্ভিস এবং বোদা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হয়।
অগ্নিকান্ডের খবর পেয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ত্রান তহবিল থেকে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ৩০ কেজি চাউল, ২টি কম্বল, শুকনো খাবার ও নগদ ১০০০ টাকা করে প্রদান করেন।
এতে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়ও ঘটনাস্থাল পরিদর্শন করেছেন।