৭১ বাংলাদেশ প্রতিবেদকঃ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বহু ভাষায় স্বাক্ষরতা উন্নত জীবনের নিশ্চয়তা এই প্রতিপাদ্যকে সামনে রেখে উক্ত সাক্ষরতা দিবস পালিত হয়।
রবিবার ৮ সেপ্টেম্বর সকাল ৯:৩০ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। উদ্বোধন পরবর্তীতে ফেস্টুন সহকারে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি সার্কিট হাউজ থেকে শুরু হয়ে রেডিসন ব্লু মোড় হয়ে আবার সার্কিট হাউজে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সার্কিট হাউজের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সরকারের নিরলস প্রচেষ্টায় স্বাক্ষরতার হার বৃদ্ধি পেয়ে বর্তমানে ৭৩.৯ শতাংশে উন্নীত হয়েছে বলে সভায় উল্লেখ করেন বক্তারা।
চট্টগ্রামের স্বাক্ষরতার বিষয়ে কথা বলতে গিয়ে জেলা প্রশাসক জানান, বর্তমানে প্রাথমিকে ভর্তির হার শতভাগ এবং প্রাক প্রাথমিকেও শিশুরা ভর্তি হচ্ছে উল্লেখযোগ্য হারে।আমি জেলা প্রশাসক হিসেবে মানসম্পন্ন ও গুণগত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকারের এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, স্বাক্ষরতা বলতে পূর্বে শুধুমাত্র নিজের নাম দস্তখত করতে পারাটাকে বুঝালেও বর্তমানে স্বাক্ষরতার সংজ্ঞা ভিন্ন। বর্তমানে একজন শিশুর প্রাথমিকে পাঠ পুরোপুরি সমাপ্ত হলে তাকে স্বাক্ষর জ্ঞান বলা যায়।
এসময় শিক্ষার্থীদেরকে খেলনা সামগ্রী বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, জেলা প্রশাসক প্রাথমিক শিক্ষা বৃত্তি প্রদান, নৈতিকতা শিক্ষা ডায়েরী প্রদান প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এবং ঝরে পড়ার হার রোধে জেলা প্রশাসকের নানামুখী উদ্যোগের বিষয়েও আলোকপাত করা হয়।
আলোচনায় বিশেষ অতিথি হিসেবে ডিডিএলজি ইয়াসমিন পারভীন তিবরীজি, এডিসি শিক্ষা মো: আবু হাসান ছিদ্দিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।, ,