শেখ সেলিম-সম্পাদকীয়ঃ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলা্মের কথা বলছি ,কিন্তু সমষ্টিগতভাবে আমাদের অনেকগুলো ঋণ আছে যেগুলো শোধ করা কখনই সম্ভব নয়। এমনি অনেক ঋণ আমাদের কাজী নজরুল ইসলামের কাছে।নজরুলের নানা পরিচয় আমরা জানি। তিনি বিদ্রোহের কবি, আবার প্রেমেরও কবি। গান লিখেছেন, গান গেয়েছেন। রাজনীতিতে ছিলেন। বক্তৃতা, ভাষণ, অভিভাষণ কোনো কিছুতেই উৎসাহের অভাব ছিল না। সংবাদপত্র সম্পাদনা করেছেন। কারাভোগ করেছেন, কবিতা লিখেছেন, কারাগারে অনশন করেছেন।বিপ্লবই ছিল তার স্বপ্ন। তাকে আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলে জানি এবং বলি ।
Discussion about this post