৭১ বাংলাদেশ ডেস্কঃউন্নয়নের ধারায় বাংলাদেশের জয়যাত্রায়, ভোট দিন নৌকায়’ স্লোগানে এ পরিচিতি সভায় বিকাল সাড়ে ৩টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন,চট্টগ্রামে গত দশ বছরে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে চট্টগ্রামবাসী নৌকা প্রতীকে ও মহাজোটের প্রার্থীদের ভোট দিয়ে ১৬ আসনেই উপহার দেবেন বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেল সাড়ে তিনটায় সুধাসদন থেকে লালদীঘির মাঠে চট্টগ্রামের ১৬ আসনের মহাজোটের প্রার্থীদের পরিচিতি সভায় প্রধানমন্ত্রী এ আশা প্রকাশ করেন। শেখ হাসিনা আরো বলেন, চট্টগ্রাম আমার প্রিয় শহর। এ শহরে জাতির জনক অনেক আন্দোলন সংগ্রাম করেছেন। এটি ছিল অবহেলিত একটি জনপদ। আমরা ২০০৮ সালে ক্ষমতায় আসার পর চট্টগ্রাম নিয়ে আলাদা পরিকল্পনা করি। ধীরে ধীরে গত দশ বছরে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। উন্নয়নের ফিরিস্তি তুলে না ধরলেও আপনারা জানেন আমাদের সরকার কি কি উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে আর কি কি প্রকল্প চলমান রয়েছে। আশা করছি আগামী ৩০ ডিসেম্বর চট্টগ্রামবাসী নৌকায় ভোট দিয়ে আমাদের সব আসন উপহার দেবেন। আমার সেই আত্মবিশ্বাস আছে চট্টগ্রামের মানুষের ওপর। আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত চট্টগ্রামের ১৬টি আসনের সংসদ সদস্য পদপ্রার্থীদের পরিচিতির জন্য এই সমাবেশ। চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা আওয়ামী এই সমাবেশের আয়োজক। বুধবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় শুরু হওয়া সমাবেশে প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে নৌকার কান্ডারী ইঞ্জিনিয়িার মোশাররফ হোসেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করছেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। চট্টগ্রামের ১৬টি আসনে মহাজোটের প্রার্থীরা হচ্ছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী (তরিকত ফেডারেশন), চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) মাহফুজুর রহমান মিতা , চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) দিদারুল আলম, চট্টগ্রাম–৫ (হাটহাজারি) আনিসুল ইসলাম মাহমুদ (লাঙ্গল), চট্টগ্রাম–৬ (রাউজান) এ বি এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) হাছান মাহমুদ, চট্টগ্রাম–৮ (বোয়ালখালী) মঈন উদ্দীন খান বাদল (বাংলাদেশ জাসদ), চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) মুহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম–১০ (ডবলমুরিং) আফছারুল আমীন, চট্টগ্রাম–১১ (বন্দর) এম এ লতিফ, চট্টগ্রাম–১২ (পটিয়া) সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ) নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া) আব রেজা মুহাম্মদ নেজামুদ্দিন, চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং সংরক্ষিত আসনে ওয়াশিকা আয়েশা খান এমপি। প্রার্থীদের পাশাপাশি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন,নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন বাচ্চু, যুগ্ম-সম্পাদক রেজাউল করিম চৌধুরী, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক,আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নরুল আলম চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক শফর আলী, নগর শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খান, যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু, আওয়ামী লীগ নেতা অহীদ সিরাজ চৌধুরীসহ নেতৃবৃন্দ সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।ছবি ফাইল ফটো