কবিতাঃআমি গর্ব করে বলি সদা
মানুষ হয়ে জন্ম নিলাম
সকল জীবের সেরা।
আমি গর্ব করে বলি সদা
মুসলিম হয়ে জন্ম নিলাম
সকল ধর্মের সেরা।
আমি গর্ব করি বলি সদা
এমন একজন নবী পেলাম
সকল নবীর সেরা।
আমি গর্ব করে বলি সদা
এমন একটি কিতাব পেলাম
সকল কিতাবের সেরা
আমি গর্ব করে বলি সদা
এমন একজন স্রষ্ঠা পেলাম
সেই শ্রষ্ঠার নামের জিকির করলে
দুঃখ কষ্ট আর থাকেনা।
আমি গর্ব করে বলি সদা
এমন একজন স্রষ্ঠা পেলাম
তাহার হুকুম পালন করলে
জান্নাত আসবে মরণো পরে।
লেখকঃরফিকুল ইসলাম (খোকন)
Discussion about this post