কবিতা-আমার মা তোমারি বান্দা
এ দেশ, এ মাটি,মানুষ,
বাঙ্গলী প্রিয়,দামী প্রভূ দয়াময়।
আমি মানুষ,মুসলমান তোমারী দান সুস্থতা,
মঙ্গল কামনায় দু’হাত তুলে খালিক,
রহমান তোমারী কাছে মোনাজাত করি।
তুমি রহমান,রাহিম ক্ষমা কর পরম করুনাময়,
অসীম দয়ালু ক্ষমা কর বান্দাদের, ক্ষমা কর আমায়।
আত্মত্যাগ,সাধনা,সাহস করেছ দান
বাংলার যমিনে মানব সেবক আমি সৃষ্টি,
স্রষ্টা স্মরণ করি বাংলাদেশে দাও রহমত,
বরকত,কল্যাণ আল্লাহ,আল্লাহ কবুল কর
আমার মা তোমারী দান।
কবি মোঃতাজ উদ্দীন
লেখক ও গবেষক চেয়ারম্যান শতবর্ষের বঙ্গবন্ধু গবেষণা পরিষদ