বোয়ালখালী প্রতিনিধি:বোয়ালখালী পৌরসভাস্থ পূর্ব গোমদন্ডী আলহাজ্ব বুদরুছ মেহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বোয়ালখালী শিক্ষক সমিতির প্রাক্তন সহ-সভাপতি মুহাম্মদ নুর আহমদ (৫২) ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি……..রাজিউন)
রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রামের নিজ বাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নি:স্বাশ ত্যাগ করেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে । তিনি উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রামের জমার বাড়ীর মৃত সুলতান আহম্মদের একমাত্র ছেলে ।
তিনি মৃত্যুকালে স্ত্রী সহ পাঁচ মেয়ে ও এক ছেলে রেখে যান। বুদরুচ মেহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহনের পূর্বে তিনি দীর্ঘদিন পটিয়া গৈড়লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফ আলী বলেন, ইফতারের সময় তিনি মৃত্যুবরণ করেন। কালাইয়ার হাট নিজ এলাকায় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী শোক প্রকাশ করেন।