রউফুল আলমঃনীলফামারীর ডোমারে ইভটিজিংয়ের দায়ে রবিন ইসলাম(৩১)নামের এক যুবককে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিন উপজেলার মৌজা পাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
শনিবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা এই দন্ডাদেশ দেন। পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী কমলা আকতারকে উক্তাত্ত করার ঘটনায় কমলার বাবা মোসলেম উদ্দিন ডোমার থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ রবিন ইসলামকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিচারক ১৫দিনের কারাদন্ড প্রদান করেন।ডোমার থানার ওসি মোকছেদ আলী জানান, রোববার দন্ডাদেশ প্রাপ্ত রবিন ইসলামকে জেল হাজতে পাঠানো হয়েছে।