মঙ্গলবার (২৮ আগস্ট) ও বুধবার (২৯ আগস্ট) তার নির্বাচনী এলাকা মোংলা-রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন তিনি।আওয়ামী লীগের টিকিটে এমপি নির্বাচিত হলে এলাকার সকল শ্রেণির জনসাধারণকে নিয়ে কাজ করার পাশাপাশি মোংলা-রামপালের প্রতিটি পরিবার থেকে অন্তত একজনকে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দেন শাকিল খান।বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী একসময়কার জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান দু’দিন ধরে তার নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। নায়ক সাকিল খানের দু’দিনের গণসংযোগে মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস আলী ইজারাদার, মোংলা পোর্ট পৌরসভার কাউন্সিলর হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী এবং সমর্থকরা অংশ নেন।নায়ক শাকিল খান গণসংযোগকালে সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে এখানে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাই বিতাড়িত। অনেক নেতাকর্মীরা দুঃখ-কষ্ট ও ক্ষোভের মধ্যে আছেন। এলাকায়ও ঠিকমতো থাকতে পারছেন না। এটি শুনলে নিজের কাছেও অনেক খারাপ লাগে। আমি এই কথাগুলো প্রধানমন্ত্রীর কাছেও বলেছি।