৭১ বাংলাদেশ ডেস্কঃকক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আশেক উল্লাহ রফিক এমপি’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রির্টানিং অফিসার মোঃ কামাল হোসেন। রিটার্নিং অফিসার এ ঘোষণা দেন ৷ আশেক উল্লাহ রফিক এমপি বলেন, মহেশখালী-কুতুবদিয়ায় চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। এ জন্য মহেশখালী-কুতুবদিয়াবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। তিনি আরো বলেন, মহেশখালী-কুতুবদিয়াবাসীর দোয়া ও সমর্থন আমার সাথে আছে বলে এ মনোনয়ন পেয়েছি ৷ আশাকরি আল্লাহ’র রহমতে ও অত্র এলাকার উন্নয়নের সার্থে জনগন পুনরায় নৌকাকে বিজয় করবে।