কবিতাঃস্বার্থ সন্ধানী
কবিঃশেখ আশরাফুল ইসলাম,
জাতি তুমি দেখেছো কি কুকুর
নিজ স্বার্থ উদ্ধারে,
অন্য উপর ফেলছে মুগুর
ওরা সত্য অর্থে কুকুর।
ওরা শকুন, ওরা শকুন
জ্যান্ত মানুষের মাংস খেয়ে,
অন্যরে বলে দেখুন না দেখুন।
ওরা হায়না,ওরা হায়না
ওরা কারো দিকে চায়না,
স্বার্থ তরে ধরে নানা বায়না।
ওরা নেকরে,ওরা নেকরে
তাদের নজর খানা তোরা,
একটু চেয়ে দেখরে,চেয়ে দেখরে।
ওরা সিংহ রূপ গর্জন সহিত বিড়াল,
ওরা স্বার্থ উদ্ধার করে নিজকে আড়াল।
স্বার্থ না থাকলে লেজ গুটিয়ে,
পালায় যেমন শেয়াল,পালায় যেমন শেয়াল।
ওরা স্বার্থ উদ্ধারে করতে পারে খুন,
এটাই সাহসী তাদের গুণ!!
ওরা হায়না,ওরা হায়না
ওরা কারো ভাল দেখতে পায়না।
ওরা নিচু, ওরা নিচু
ওদের স্বার্থ লোভে নিতে
পারে যে কারো পিছু।
ওদের চেনা বড় দায় ?
গরীব দুঃখী কেঁদে মরে হায়রে হায়