মোঃ তাজুল ইসলাম মিয়াজী:ওমান প্রতিনিধিঃগত কাল বোর ৫ টায় থেকে ওমান সালালাহ্ সাইক্লোন লোবান কিছুটা আঘাত এনেছে, এতে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছে,কালো মেঘে ডেকে রয়েছে সালালাহ্,
জানা যায় সালালাহ্ দারিজ ও তাগা কিছু অংশ গাছ পালা ভেঙে ফেলে কিছুটা ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা যায়।
এখনো আজ ভোর ৪টা থেকে সালালাহ্ বৃষ্টি হচ্ছে, এখনো কালো মেঘে ডেকে হয়েছে পুড়ো শহরটা,
এতে আরো জানা যায়, সালালাহ্ লোবান সাইক্লোনটি অতিবাহিত রয়েছে,এখনো কোন বড় ধরণের ক্ষয় ক্ষতির খবর পায়া যায়নি, তবে যে কোন সময় আঘাত আনতে পারে আজ সন্ধা ৬টা থেকে ৭টার দিকে ।জানা যায় আজ রাতে ১০ টা থেকে ১১টা দিগে ইয়েমেন আক্রমণে আশংকা রয়েছে ।
Discussion about this post