জনতার কলামঃসাংবাদিক এম এম লালমিয়াঃভাবতেই কষ্ট হয়, ওরা জাতির পিতা বঙ্গবন্ধুর নাম শুনতেই পারেনা। আপনারা ফেজবুক ব্যবহারকারী সকল গ্রামপুলিশ বাহিনীর সদস্যরা আমার আইডি ও আরো কয়েকজন গ্রামপুলিশ সদস্য ভাইদের আইডিতে পোষ্ট দেখেছেন আমি ও বাড্ডা ইউনিয়নের দফাদার বাবুল ভাই মাননীয় এলজি আর ডি মন্ত্রী মহোদয়ের গ্রামের বাড়ী কুমিল্লাতে যাই এবং সেখানকার বেশকিছু গ্রামপুলিশ সদস্য মিলে মাননীয় মন্ত্রী মহোদয়কে ফুলের শুভেচ্ছা দেই, এই শুভেচ্ছা দেওয়া হয় যে সকল গ্রামপুলিশ সদস্যরা জাতিরপিতা বঙ্গবন্ধুর আদর্শ কে সম্মান ও শ্রদ্ধা করেন তাহাদের পক্ষ থেকে। আর এটা দেখেই ক্ষিপ্ত হয়ে গেছে গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন ২৩/২ কমিটির আইন ও সালিশি বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন। নিজেরাতো তাদের কমিটিতে জাতিরপিতার ছবি ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করেই না আবার অন্য কেউ করার কথা শুনেই তাদের মাথা নষ্ট হয়ে যায় । আপনারা যাহারা আমার গত কালের পোষ্টটি দেখেছেন একটু খেয়াল করবেন সেখানে লিখা আছে বঙ্গবন্ধু আদর্শ বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা। সেখানে কে সভাপতি কে সাধারন সম্পাদক কিছুই লিখা হয়নি, শুধু জাতিরপিতার নাম দেখেই ক্ষিপ্ত হয়ে গেছে। আমাকে নিয়ে বাজে মন্তব্য করে পোষ্ট করছে। ওরা গ্রামপুলিশ বাহিনীকে ওদের হাতে জিম্মি করে রাখতে চায় ওরা গ্রামপুলিশ বাহিনীকে এগোতে দিবেনা। আপনারা সকলেই জানেন ২৩/২ কমিটির নেতাদের অর্থ আত্মসাৎ কেলেংকারীর কারনে কমিটি থেকে বেশ কিছু গ্রামপুলিশ সদস্য আলাদা হয়ে ভবেন বাবু সভাপতি ও কমান্ডার মোস্তফা কামাল সাধারন সম্পাদক হয়ে আরেকটি কমিটি গঠন করা হয় এবং দুটি কমিটিই আলাদা আলাদা হয়ে কাজ করে যাচ্ছে। এখন আবার বর্তমান দুই কমিটিকেই পছন্দ করেনা নতুন প্রজন্মের গ্রামপুলিশ সদস্যরা ও বঙ্গবন্ধুর আদর্শে গড়া গ্রামপুলিশ সদস্যরা, তাহলে তাহারা মিলে যদি আরেকটি কমিটি করেও তাহলে তাদের ক্ষতি কোথায়। যেহেতু গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন করতে সরকারের কোন অনুমতি লাগেনি বা সরকারী রেজিস্ট্রিশন নাম্বার নেই তাহলে নতুন কমিটি করলে তাদের ভয় কোথায়? যে কমিটি গ্রামপুলিশ বাহিনীর জন্য কাজ করতে পারবে গ্রামপুলিশ সদস্যরা সেই কমিটিকেই মূল্যায়ন করবে। বঙ্গবন্ধুর জন্যই এদেশ পূর্ব পাকিস্থান থেকে বাংলাদেশ হয়েছে বঙ্গবন্ধু সাধারন মানুষকে ভালো বাসতো তাইতো সে গ্রামপুলিশ বাহিনীকে ৪ র্থ শ্রেনীর কর্মচারী ঘোষনা করেছিল ও পরিপত্র জারি করেছিল।
এগিয়ে আসুন জাতিরপিতা বঙ্গবন্ধুর আদর্শে গড়া গ্রামপুলিশ সদস্যরা, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার একজন সৈনিক হয়ে ওদের রুখে দাড়ান।