বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল ঘুরে করোনা চিকিৎসা পেতে ব্যর্থ হয়েছেন যারা। নানা সময়ে এসব হতাশার তথ্য জানিয়ে ফেসবুকে হাহাকার করেছেন। তাদের অভিযোগ শুনতে চায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সিএমপপির বিশেষ শাখার অতিরিক্ত উপ কমিশনার (ডিসি পদে পদোন্নতিপ্রাপ্ত) মনজুর মোরশেদ বলেন, চট্টগ্রামে করোনাকালে যারা চিকিৎসা পাননি বলে অভিযোগ করেছেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হাহাকার করেছেন তাদের অভিযোগ আমরা শুনতে চাই।’
এরকম কোন ফেসবুক লিংক থাকলে সিএমপির সিটি এসবিতে পাঠানোর অনুরোধও করেন মনজুর মোরশেদ।
এরআগে একই রকম অভিযোগের খোঁজ চেয়ে তথ্য আহ্বান করেছেন সিএমপির এডিসি (পিআর) আবু বক্কর সিদ্দিক।