৭১ বাংলাদেশ প্রতিবেদকঃআগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যার্শী রেজাউল করিম রাসেল উপজেলার মেদিআশুলাই এলাকায় চাপাইর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাঠে উঠান বৈঠক করছেন। গাজীপুর-১ আসনে মনোনয়নের জন্য নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠকের ব্যবস্থা করেন তিনি। এ সময় আশে পাশের এলাকার নেতাকর্মী সাধারন ভোটার ও সর্বস্তরের জনতা ওই উঠান বৈঠকে যোগ দিলে উঠান বৈঠক পরিনত হয় জনসভায়। জানা যায়, উপজেলার মেদিয়াশুলাই এলাকায় দলীয় উঠান বৈঠকে গাজীপুর জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ও কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান,গাজীপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যার্শী রেজাউল করিম রাসেল সকলের সাথে আওয়ামীলীগের নানা উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় গাজীপুর-১ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম রাসেল বলেন, ৪৭ বছর দেশ স্বাধীন হয়েছে। ৪৩ বছর কালিয়াকৈর থেকে কোন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি। কালিয়াকৈর বাসী দীর্ঘদিন ধরে নিজের এলাকার প্রার্থী থেকে বঞ্চিত। কালিয়াকৈরে ঐক্যবদ্ধ ভাবে এলাকার সন্তানকে মনোনয়নের দাবী জানিয়েছে। কালিয়াকৈরের সন্তান হিসেবে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দাবী করছি। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন চাপাইর ইউনিয়ন আাওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল গফুর মিয়। এ সময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান শরীফ, শাহ আলম মাষ্টার, শাহাদত মাষ্টার, সিরাজুল ইসলাম, চান মোহন রায়, আইয়ুব আলী, শামীমুজ্জামান, সোলাইমান ডাক্তার, ইছামউদ্দিন, সাইফুজ্জামান সেতু, আঃ রউফ প্রমুখ।
Discussion about this post