গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার ভোর রাতে আনন্দ রিসোর্ট নামে একটি বিনোদন পার্কে অভিযান চালিয়ে গুম,খুন,ছিনতাই ও ডাকাতিসহ ১৪টি মামলার এজাহার নামীয় এলাকার শীর্ষ সন্ত্রাসী লিয়ন সিদ্দিক ও তার চার সহযোগীকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ । এসময় তাদের কাছ থেকে গুলি ভর্তি পিস্তল ও ৯শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায় , বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান রাসেল এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার তালতলী এলাকায় আনন্দ রিসোর্ট নামে একটি বিনোদন পার্কের সুইমিং পুলের পাশে ভিআইপি ৫নং কক্ষে অভিযান চালিয়ে গুম,খুন,ছিনতাই,ডাকাতি ও হত্যাসহ ১৪টি মামলার এজাহার নামীয় কালিয়াকৈর উপজেলার শীর্ষ সন্ত্রাসী লিয়ন সিদ্দিককে তার সহযোগী ফিরোজ, আনোয়ার ,রুবেল ও জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে । এসময় তাদের কাছ থেকে গুলি ভর্তি একটি পিস্তল ও ৯শ পিস ইয়াবা উদ্ধার এবং তাদের ব্যবহৃত ঢাকা মেট্রো গ-২২-৬৫৪৬ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী লিয়ন সিদ্দিক (৩৬) উপজেলার সফিপুর এলাকার সফি উদ্দিন মাষ্টারের ছেলে ও তার সহযোগী ফিরোজ আহম্মেদ ওরফে শুভ (৩২) উপজেলার সিনাবহ গ্রামের ফজলুল হকের ছেলে, আনোয়ার হোসেন (৩৩) উপজেলার আন্দার মানিক গ্রামের হোসেন আলীর ছেলে, রুবেল পারভেজ (৩০) মৌচাক এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে ও মোঃ জাহাঙ্গীর আলম (৩৫) উপজেলার কারলসুরিচালা এলাকার আব্দুর রহমানের পুত্র। গ্রেফতারকৃতদের নামে কালিয়াকৈর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাদের গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। কালিয়াকৈর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত লিয়ন সিদ্দিক এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় গুম,খুন,ছিনতাই,ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। দুপুরে তাদেরকে গাজীপুর কোর্ট হাজতে পাঠানো হয়েছে।