বিশেষ প্রতিবেদকঃসীতাকুণ্ড কিণ্ডারগার্টেন এসোসিয়েশনের ইফতার মাহফিল ও নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা বিকাল সাড়ে ৫টায় কুমিরা ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি কায়সারুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিরা ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ হোসেন চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন নবগঠিত সীতাকুণ্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর এই নবযাত্রা পবিত্র রমজানের মাধ্যমে শুরু হয়েছে। শিক্ষা ক্ষেত্রে সরকারের পাশাপাশি কিন্ডারগার্টেন গুলোর ভূমিকা প্রশংসনীয়। কিন্ডারগার্টেন গুলো থেকেই প্রতিনিয়ত মেধাবী শিক্ষার্থী তৈরী করছে কিন্তু তার সুনাম প্রচার হচ্ছেনা কারন ৫ম শ্রেণির পর মেধাবী শিক্ষার্থীরা বিভিন্ন ভাল হাই স্কুলে ভর্তি হয়ে যায়। কিন্ডারগার্টেন গুলোকে সরকারী সহায়তা দিতে চেষ্ঠা করে যাবে বলে তিনি তার বক্তব্যে তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সীতাকুণ্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাবেক সভাপতি গাজী সমাছুল আলম, সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্টে এসোসিয়েশনের সেক্রেটারী ও সীতাকুণ্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, এসোসিয়েশনের সিনিয়র সভাপতি রেজাউল করিম,মছজিদ্দা রোটারী লিট্যাঃ এর প্রতিনিধি মোঃ মহসিন,নির্বাহী সদস্য মোঃ ইমাম উদ্দিন ও মোঃ আলমগীর, প্রচার সম্পাদক মোঃ রিদুয়ান প্রমুখ। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ সজল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় নব নির্বাচিত কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান অতিথি চেয়ারম্যান মোরশেদ চৌধুরী।