রউফুল আলম:নীলফামারীর কিশোরগঞ্জে নদীতে ডুবে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত
ছাত্রীর নাম লিতুনজিরা (১০),পিতা রশিদুল ইসলাম,তার বাড়ি উপজেলার মাগুড়া
ইউনিয়নের সরকারপাড়া গ্রামে।
সে সয়ড়াগন্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। জানা
যায়, বৃহস্পতিবার দুপুর ১টায় লিতুনজিরা তার সহপাঠিদের নিয়ে
বুল্লাই নদীতে গোসল করতে গেলে সবার অজান্তে নদীতে ডুবে যায়। পরে
সহপাঠিরা বাড়িতে সংবাদ দিলে বাড়ির লোকজন ও এলাকাবাসী ঘটনাস্তালে
গিয়ে দশ মিনিট খোঁজা-খুজির পর তাকে মৃত অবস্তায় উদ্ধার করে।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবতাবুজ্জান জানান, লিতুনজিরা কয়েকদিন
বিদ্যালয়ে অনুপস্থিত এবং সে তার ক্লাস রোল-০৩, ছাত্রী হিসাবে ভাল ছিল ।
লিতুনজিরার নিকটস্থ’ আত্মিয় বাবলু জানান, দীর্ঘদিন ধরে মৃগি রোগে
ভুগছিল। এ ব্যাপারে মাগুড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাবের
সাথে কথা হলে তিনি ঘটনার বিষয় স্বীকার করেন। তার অকাল মৃত্যুতে
এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।