কুমিল্লার দেবিদ্বারে একটি আবাসিক ভবনের তালাবদ্ধ ফ্ল্যাট থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় উপজেলা সদরের পূর্ব বানিয়াপাড়াস্থ গোমতী আবাসিক এলাকার ‘পুষ্পকুঞ্জ’র ৪র্থ তলার পূর্বপাশের ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ফ্যানের সঙ্গে ঝুলানো একটি সাদা ওড়নাসহ বিভিন্ন আলামতও জব্দ করে পুলিশ।
সাবেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাজ্বী মো. আবদুল ওয়াহেদ’র মালিকানাধীন বাড়ীর এ ফ্ল্যাটটি বাহির থেকে তালাবদ্ধ ছিল বলে জানায় পুলিশ ও স্থানীয়রা। বাড়ির মালিকের মেয়ে ইউপি সদস্য মোসা. জেসমিন আক্তার জানান, বৃহস্পতিবার ইফতারের পর পর সময়ে ৪র্থ তলা থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তালা ভেঙে রুমে প্রবেশ করে খাটের ওপর থেকে খয়েরি রঙয়ের বোরকা পরিহিত উপুর হয়ে পড়ে থাকা ওই নারীর লাশ উদ্ধার করে।
বাড়ীর মালিকের ছেলে মো. শাহজালাল জানান, গত ১৮ ই এপ্রিল স্বামী-স্ত্রী ও একটি ৫/৬ বছরের কন্যা সন্তান নিয়ে স্ব-পরিবারে থাকার জন্য বাড়ির ৪র্থ তলার এ ফ্ল্যাটটি ভাড়া নেয়। ভাড়া নেওয়ার সময় এনআইডি কার্ড চাওয়ার পর তারা বলে ফটোকপি করে এনে দিবে। পরে ২০ এপ্রিল পুনরায় এনআইডি কার্ড চাওয়ায় বিকালে দেবেন বলেন জানান ওই নারীর স্বামী।
পরে বিকাল থেকে স্বামীর দেওয়া মোবাইল নাম্বারটি বন্ধ ও তাদের ভাড়াকৃত ফ্ল্যাটটি তালাবদ্ধ দেখতে পাই। তারা কৌশলে নাম পরিচয় গোপন রাখেন।
খবর পেয়ে দেবিদ্বার-বি.পাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আমিরুল্লাহ্, দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে দেবিদ্বার সার্কেল সহকারী পুলিশ সুপার মো. আমিরুল্লাহ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। লাশটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রির্পোট ও প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই করে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।