দেবিদ্বার প্রতিনিধি:কুমিল্লার চান্দিনায় জুলেখা বেগম (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ২২শে জানুয়ারি, গত বুধবার সন্ধ্যায় চান্দিনার মাধাইয়া বাজার সংলগ্ন সোনাপুর এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চান্দিনা থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরনে হলুদ ও লাল প্রিন্টের বাটিক কামিজ, লাল সেলোয়ার, কালো বোরকা ছিল। নিহত জুলেখা বেগম চান্দিনা উপজেলার বাতাঘাসী গ্রামের জাহাঙ্গীর আলম এর স্ত্রী। প্রত্যক্ষদর্শী আনোয়ার ও শামীম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া-সোনাপুর এলাকার একটি মাঠে কাতরাচ্ছিল ওই নারী, আমরা নামাজ পরে বাড়ি ফেরার সময় তাকে দেখে হাসাপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল ফয়সাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে মুঠোফোনে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।