নারীর ভবিত্ব্য ♥
♥
লেখকঃ রফিকুল ইসলাম (খোকন)
————————————————@
কুল হীন নারী-তবুও জগদ জননী
জন্ম থেকে কৈশর-নারী পিতার অধীনে
বিবাহের পরে নারী-স্বামির বাধনে
স্বামি যদী যায় হারিয়ে-নারী সন্তানের আশ্রয়ে
নারীর চাওয়া পাওয়া-পুরুশের নিকট বাধা
এই পুরুশের জন্মধাত্রী-এই পুরুশের জন্ম নারী
নারীর চাওয়া পাওয়া বলতে
পুরুশের মঙ্গল চাওয়া
তবুও এই নারীরা লান্চিত হয়-পুরুশের দ্বারা!
নারীর ইচ্ছে দেয়রে চাপা
পুরুশের ক্যল্লানে
এই পুরুশের হাতে নারী
লান্চিত হয় সংসারে
সমাজ আবার নারীকে দুষে
অহেতুক অ-কারনে ?
রচনাঃ ১৬/০২/২০১৮ইং
Discussion about this post