মোঃ ফয়সাল এলাহীঃ সুপ্রিম কোর্টের নির্দেশের সিএনজি ট্যাক্সি ভাঙার কাজ গত বৃহস্পতিবার থেকে বন্ধ রেখেছে বিআরটিএ। মামলার বাদি চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পো ফোর স্টোক ও সিএনজি মালিক সমিতির পক্ষে সমিতির সভাপতি আবুল কাশেম সরকার বলেন, সিএনজি ট্যাক্সির ইকনোমিক লাইফ ২৫ বছর পর্যন্ত বৃদ্ধি করার লিভ টু আপিল করা হয়। গত ২৪ এপ্রিল চেম্বার জজের আপিল আদালতের বিচারপতি মির্জা হোসেন হায়দার রায় দেন। রায়ে বলা হয়, বর্তমান দুই মডেল গাড়ি চট্টগ্রামে রিপ্লেসমেন্ট কার্যক্রম বিআরটিএ কর্তৃক গাড়ি প্রতিস্থাপনের কাজ শুরু করেছিল। সেই প্রতিস্থাপনের কাজ অর্থাৎ গাড়ি ভাঙার কাজ বন্ধের নির্দেশনা দেন। আদালতের নির্দেশনা বিআরটিএ’তে জমা দিলে দুপুর ২টা থেকে তারাও সিএনজি ট্যাক্সি ভাঙার কাজ বন্ধ রাখেন। তিনি জানান, শুধু দুই মডেল গাড়ি নয়, তিন মডেলের গাড়িও বিআরটিএ ভাঙতে বা কাটতে পারবে না। সুপ্রিম কোর্টের আপিল মামলা নং ১৫৫/১৭ মামলায় আদালত এই নির্দেশনা দিয়েছেন। নিজেদের অধিকার রক্ষা এবং সিএনজি ট্যাক্সির লাইফ টাইম ১৫ থেকে আরো ১০ বছর বৃদ্ধি করে ২৫ বছর আদায় করার ক্ষেত্রে তিনি সকল সিএনজি ট্যাক্সি মালিকের সহযোগিতা কামনা করেন। জানতে চাইলে বিআরটিএ চট্টগ্রামের উপপরিচালক ড. শহীদুল্লাহ কায়সার বলেন, যেহেতু আদালত সিএনজি ট্যাক্সিগুলি না ভাঙার নির্দেশনা দিয়েছেন তাই গত বৃহস্পতিবার আদালতের নির্দেশনাটি বিআরটিএ কার্যালয়ে আসার পর থেকে গাড়ি ভাঙার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।