চট্টগ্রাম নগরীতে খাবারে অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করায় নগরের চকবাজারের অলিখাঁ মসজিদ এলাকার কাচ্চি ডাইন রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এছাড়া খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করা, অপরিষ্কার ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় আরো তিন প্রতিষ্ঠানকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার ৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় নগরের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চকবাজার এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন।
নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় চট্টগ্রাম মেডিকেল কলেজের চতুর্থ শ্রেণী কর্মচারী ক্যান্টিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় নগরের চকবাজার এলাকার বনফুল কে ৫ হাজার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় একই এলাকার জাহানারা ফুডসকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে বলেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
ফাইল ফটো