মিজানুর রহমান খুলনাঃখুলনার দাকোপর বাজুয়া নতুন বাজার এলাকার হত দরিদ্র ঘর বন্ধি এলাবন্ত সরকার নামের এক অসহায় পরিবারের মানবেতর জীবন যাবনের সংবাদের একটি চিত্র আজ দাকোপ রিপোর্টার্স ক্লবের সহ-সভাপতি সাংবাদিক দেবাশীষ বাইন এর ফেসবুক (সামাজিক মিডিয়ায়) ভাইরাল হলে ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার NPS
দাকোপ উপজেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, আগস্টিন বাছাড় এর দৃষ্টিগোচর হলে তিনি তার নিজের উদ্যগে সাধ্যানুযায়ী খাদ্য সামগ্রী সকাল ১০,টারদিকে লোক মারফতে অসহায় “এলাবন্ত সরকার” এর ঘরের দুয়ারে পৌঁছে দেন।
এসময় দাকোপ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস ডি টিভির সার্বিক পরিচালক সাংবাদিক স্বপন কুমার রায় এর নজরে পড়লে সমাজসেবক আগস্টিন বাছাড় এর নাম উঠেআসে, মুঠোফোনে আগস্টিন বাছাড়ের সাথে কথা হলে তিনি বলেন আমার হাতে আরো কিছু অসহায় পরিবারের তালিকা এসেছে আমি তাদেরকে পর্যায়ক্রমে আপনাদের সহযোগিতায় অসহায়দের পাশে দাড়াতে চাই, তিনি আরো বলেন গনমাধ্যম ও মানবাধিকার চেয়ারম্যান মাহবুবুল ইসলামের নির্দেশনায় অধিকার বঞ্চিত কর্মহীন দুস্থ মানুষের পাশে থেকে কাজ করতে ন্যাশনাল প্রেস সোসাইটি NPS
দাকোপ কমিটির সকল সদস্যদের তালিকা করার আহবান করেছি সংগঠনের মাধ্যমে মানব কল্যানে, সেবার কাজ অব্যাহত রাখতে চাই। এমনি ভাবেই মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত এস্থাপনের মাধ্যমে এই দূরদিনে অতঙ্ক গ্রোস্ত ও হতাশাগ্রস্থ ঘরবন্ধি সকল অসহায় ও নিম্নবিত্ত পরিবার তাকিয়ে আছে সরকারের পাশাপাশী সমাজের বিত্তবানদের মুখের দিকে,তাই আসুন আমরা সকলে মিলে আগস্টিন এর মতো সমাজের অবহেলিত কর্মহীন ঘরবন্ধি মানুষের পাশে দাড়িয়ে মানবতার কল্যানে কাজ করি, জয়হোক মানবতার।