মোঃ হযরত বেল্লালঃগাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে স্থানীয় এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর ২০১৮-২০১৯ অর্থবছরের ঐচ্ছিক তহবিলের ১ম কিস্তির এক লাখ পঁচিশ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে বিভিন্ন ইউনিয়নের ২৫ জন এর হাতে চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলীর, এমপির প্রতিনিধি রাকীব মোঃ হাদীউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, উপজেলা জাতীয় পার্টির সিনিয়ির সহ-সভাপতি আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু ও বামনডাঙ্গা ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুক্তি প্রমূখ।