৭১ বাংলাদেশ প্রতিবেদকঃচট্টগ্রামের চান্দগাঁও থানার সিএন্ডবি টেক বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই উপজাতি যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ভোরে চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) মির্জা সায়েম মাহমুদ।
আটক দুইজন হলেন- মিন্টু চাকমা (৩৫) ও চির জ্যোতি চাকমা (২৩)।
মির্জা সায়েম মাহমুদ বলেন, গ্রেফতার দুই যুবক মানবেন্দ্র লারমা গ্রুপের সক্রিয় সদস্য।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি কাটা রাইফেল, একটি পিস্তল ও ৫ রাউন্ড রাইফেলের গুলি জব্দ করা হয়।