চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে সিরাজ স্টোরের তিনটি গোডাউন থেকে এবার ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৯ই মে) দুপুরে পাহাড়তলী বাজারের অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পাহাড়তলী বাজারে সিরাজ স্টোরের তিনটি গোডাউন থেকে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। অভিযান এখনও চলছে। অভিযান শেষে বিস্তারিত বলা হবে।
মোহাম্মদ ফয়েজ উল্যাহ আরো বলেন, বাজারে কৃত্রিম সংকটকে কাজে লাগিয়ে বেশী মুনাফা আদায়ের উদ্দেশ্যে তেলের বোতলগুলো ঈদের আগেই মজুদ করা হয়েছিল।
এছাড়া দোকানটিতে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়াগেছে দোকানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।