চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে রোববার দিবাগত রাতে ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ,এসময় তাদের কাছ থেকে ২টি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক ৩ অস্ত্র ব্যবসায়ী হলো কক্সবাজার জেলার কুতুবদিয়ার পরান সিকদার পাড়ার মো. রফিকের ছেলে মো. তারেক (১৯) একই এলাকার আবুল কালামের ছেলে মো. মিজবাহ উদ্দিন (২২) এবং মোসলেহ উদ্দীনের ছেলে মো. শাহেদ (১৯)। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল বলেন, রোববার দিবাগত রাত ২টার দিকে পাহাড়তলীর খেজুরতলী জেলেপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২টি এলজি ও ৫ রাউন্ড গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয় এবং চাঁদাবাজির কথা স্বীকার করেছে তারা। আটককৃতদের পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।