৭১ বাংলাদেশ প্রতিবেদকঃচট্টগ্রাম উত্তর জেলা তাঁতী লীগের উদ্যোগে বাংলাদেশ তাঁতী লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির বর্ণাঢ্য আয়োজন আজ ১৯ মার্চ শুক্রবার বিকাল ৫টা নগরীর দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে সংগঠনের উত্তর জেলা শাখার আহ্বায়ক ফয়েজ আহমদ বাদলের সভাপতিত্বে ও সদস্য সচিব রূপক কান্তি দেব অপুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে এবং সুখী, সমৃদ্ধ ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাঁতী লীগের তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। বক্তারা আরো বলেন তাঁতী লীগের সকল নেতা কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম খান, ক্যাপ্টেন ইমরান হোসেন, সাইফুল ইসলাম সুজন, জিয়াউর রহমান, কার্যনির্বাহী সদস্য নান্টু বিশ্বাস, মোস্তাফিজুর রহমান মানিক, প্রদীপ বিকাশ দে, মো. কেফায়েত উল্লাহ আরকান, মাছুমা কামাল আঁখি, রাশেদা বিনতে ইসলাম, মো. গোলাম রহমান, ফটিকছড়ি পৌরসভা তাঁতী লীগের আহ্বায়ক স্বপন কুমার দত্ত, সদস্য সচিব এডভোকেট নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা লিপটন দেবনাথ লিপু, অর্পণ বৈদ্য, আকাশ মহাজন, শিহাব উদ্দিন, সুকান্ত দে, সৈয়দ রফিকুল কাদের, মানিক, রনি মজকুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে সংগঠনরে সকলে ১৮তম প্রতষ্ঠিার্বাষকিী উপলক্ষে কেক কাটায় অংশ ননে।