বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সাংসদ, সাবেক রাষ্ট্রদূত ও রূপালী ব্যাংকের সাবেক পরিচালক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল আলম চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার (২৭ জানুয়ারি) ভোর ৫ টায় নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। নূরুল আলম চৌধুরী ১৯৭৩ ও ১৯৮৬ সালে দু’দফায় সংসদ সদস্য নির্বাচিত হন ফটিকছড়ি নির্বাচনী এলাকা থেকে। ২০১০ সালে তিনি ওমানের রাষ্ট্রদূত পদে নিয়োগ পান। ২০১৩ সালের জুন মাস পর্যন্ত তিনি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। নুরুল আলম চৌধুরী ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র এবং ১৯৭৩ সালের প্রথম বিসিএসে তিনি উত্তীর্ণ হয়েছিলেন।
Discussion about this post