চট্টগ্রাম নগরীর বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি ট্যাব, ৯টি মোবাইল সেট ও চুরির কাজে ব্যবহৃত ১টি গ্রিল কাটার ও ১টি রেঞ্জ।
২৬ আগস্ট, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ভোর পর্যন্ত বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. নুর ইসলাম সুমন (৩০), মো. হারুন খন্দকার ওরফে সবুজ (৩০), মো. মেহেদী হাসান (২৩) ও মো. হাবিব (২০)।
সূত্রে জানা যায়, নগরীর বন্দর এলাকার আজিজ মিয়ার গোডাউনের নিচতলা বাগদাদ ডিস্ট্রিবিউশনের ভেতর থেকে নগদ টাকা, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোর চক্র। এ ঘটনায় বাগদাদ ডিস্ট্রিবিউশনের এডমিন ম্যানেজার বিপ্লব বিশ্বাস অজ্ঞাতনামাদের আসামী করে মামলা করেন। এসময় প্রতিষ্ঠানের লকারে থাকা নগদ ৩ লাখ ৫২ হাজার টাকা ও বিভিন্ন গ্রাহকের প্রদত্ত বিভিন্ন ব্যাংকের ১১টি একাউন্ট পে-চেক যার মূল্য ২ লাখ ৫৮ হাজার ১৩৬ টাকা এবং একাউন্ট ম্যানেজারের ডেস্কে রক্ষিত মোট ২টি পিডিএ ট্যাব, ১৪টি এন্ড্রয়েড মোবাইল, যার সমুদয় আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকাসহ সর্বমোট ৫ লাখ ১৩ হাজার চুরি হয়েছে বলে এজহারে উল্লেখ করা হয়। পরে এ মামলায় তদন্তে নেমে অভিযান চালিয়ে এ ঘটনায় সম্পৃক্ত চার সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় বন্দর থানা পুলিশ।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান বাগদাদ ডিস্ট্রিবিউশনের চুরির ঘটনায় একটি মামলা হয়। পরে আমরা বন্দর থানার বিভিন্ন স্থানে নিরবিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত চোর চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করি। তারা নগরীর বিভিন্ন থানায় এলাকায় চুরির কাজে জড়িত। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি।