৭১ বাংলাদেশ প্রতিনিধিঃচট্টগ্রাম নগরীতে সন্ত্রাস, মাদক, ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ১৭ অক্টোবর সকাল ১১ টায় দামপাড়া পুলিশ লাইন্সস্থ স্কুল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবদুর রউফ পিপিএম, অবসর প্রাপ্ত আই.জি.পি (সভাপতি, বি.আর.পি.ও.ডব্লিউ.এ)।
এসময় মোঃ আল্লাহ বক্স, সভাপতি, বি.আর.পি.ও.ডব্লিউ.এ, চট্টগ্রাম শাখা, মোঃ রফিকুল ইসলাম, মহাসচিব, বি.আর.পি.ও.ডব্লিউ.এ,বাংলাদেশ, পারুমা বেগম, প্রবেশন অফিসার সমাজসেবা অধিদপ্তর, মোঃ ওয়ালিউর রহমান, অবসর প্রাপ্ত ডিআইজি ও সহ-সভাপতি, বি.আর.পি.ও.ডব্লিউ.এ, বাংলাদেশ, মোঃ শিবলী সাদিক, অধ্যক্ষ, সিএমপি স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম সহ সিএমপি স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সমাজে সন্ত্রাস, মাদক, ইভটিজিং এর কুফল সম্পর্কে উপস্থিত স্কুলের ছাত্রছাত্রীদের সচেতন করেন। সভা শেষে উপস্থিত সকলে সন্ত্রাস, মাদক, ইভটিজিং বিরোধী সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতিবদ্ধ হন।