৭১ বাংলাদেশ প্রতিবেদকঃচট্টগ্রাম নগরীতে বন্দর থানার সল্টগোলা রেলক্রসিংয়ে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়। বুধবার, ২৭ মার্চ বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
এই ঘটনার পর থেকে রাস্তার দুপাশে প্রায় দেড়ঘন্টা বিমানবন্দর সড়ক যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পাহাড়তলী জংশন থেকে রেলওয়ের প্রকৌশলীরা ঘটনাস্থলে গিয়ে ইঞ্জিন সচল করে পৌনে ৩টার দিকে ট্রেনটি সেখান থেকে সরিয়ে নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত কর রেলওয়ে পূর্বাঞ্চলের ব্যবস্থাপক বোরহান উদ্দিন বলেন, সল্টগোলা ক্রসিং এলাকায় দুই নম্বর লাইনে তেলবাহী ঐ ট্রেনটি লাইনচ্যুত হয়। পরে প্রকৌশলীরা মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করে দেয়। এতে কোনো শিডিউল বিপর্যয় বা ক্ষয়ক্ষতি হয়নি ।