চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ থেকে পড়ে মার্কোপোলোস ভেসিলিউস (৫৮) নামে এক বিদেশি নাবিক নিখোঁজ হয়েছেন।
সোমবার দিনগত রাতে চট্টগ্রাম বন্দরের ৭ নং জেটি এলাকায় এমভি ইভানিয়া নামক জাহাজের নকশা দেখার সময় তিনি পড়ে যান।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন জহিরুল ইসলাম বলেন, সোমবার রাতে এমভি ইভানিয়া জাহাজ থেকে পড়ে মার্কোপোলোস ভেসিলিউস নামে এক বিদেশি নাবিক নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ নাবিককে উদ্ধারে নৌবাহিনী, কোস্টগার্ড এবং বন্দরের নিরাপত্তাকর্মীরা অভিযান চালাচ্ছেন বলেও জানান তিনি।
Discussion about this post