৭১ বাংলাদেশ প্রতিবেদকঃচট্টগ্রাম মহানগরীর বাজারগুলোতে গত কয়েক সপ্তাহ ধরে বাড়তে থাকা সবজির দাম ক্রমশ কমছে। তবে মাছের দাম বাড়তি। দেওয়ান হাট বাজার ,চোমুনি বাজার , রেয়াজুদ্দিন বাজার , ফকিরহাট বাজার সরজমিনে গিয়ে জানাগেছে সবজির দাম ক্রমশ কমছে ।
বাজারে টমেটো কেজিতে বিক্রি হচ্ছে ২৫ টাকা, কাঁচা মরিচ ৩০ টাকা, বরবটি ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কাকরোল ৫০ টাকা, তিত করলা ৫০ টাকা এবং ঢ্যাঁড়শ কেজিতে ৪০ টাকা।
এছাড়া ফুলকপি ৩০ টাকা, ও কাঁচা পেপে ৩০ টাকা, দেশি লাউ ৩০ টাকা, বাঁধাকপি ৩৫ টাকা, কচুর ছড়া ৩০ ও শসা ৩০ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে।
সবজির দোকানী মো. জামাল সওদাগর বলেন, ‘গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে প্রায় সবজির দাম কেজিতে ৫ টাকা পর্যন্ত কমেছে। নতুন করে তাজা সবজির সরবরাহ বাড়ার কারণে ক্রমশ দাম কমছে।’
এদিকে, মাছের বাজারে কোরাল মাছ কেজিতে ৪৫০ থেকে ৫০০ টাকা, কই মাছ দেশি ৬০০ ও ফার্মের ৩০০ টাকা, চিংড়ি আকারভেদে ৪০০ থেকে ৮০০ টাকা, রুই মাছ ৩০০, কাতলা ৩৫০, লইট্টা ১২০ থেকে ১৫০ টাকা, বাটা মাছ ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে কেজিপ্রতি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪৫ টাকা, দেশি মুরগি ৩৮০ টাকা। ছাগলের মাংস ৭০০ টাকা এবং গরুর মাংস কেজিতে ৬০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
Discussion about this post