৭১ বাংলাদেশ ডেস্কঃআসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ -সাতকানিয়া আংশিক) আসনে নৌকার মাঝি হতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরী। নৌকা প্রতীক নিয়ে এ আসন থেকে তিনিই লড়বেন আওয়ামীলীগের হয়ে। রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া শুরু করে। দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রার্থীদের হাতে এই চিঠি তুলে দেন। এর আগে গত ১৬ নভেম্বর আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। মনোনয়নের চিঠি হাতে পাওয়ার পর বলেন, জননেত্রী শেখ হাসিনা আমার উপর যে আস্থা রেখেছেন, এ জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। আমার বিশ্বাস চট্টগ্রাম-১৪ সর্বস্তরের জনগণ জননেত্রীর উন্নয়নের পক্ষে আগামি ৩০ ডিসেম্বর নৌকায় পক্ষে রায় দেবেন। সেই সঙ্গে এই আসনটি শেখ হাসিনাকে উপহার দিতে চাই। উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে প্রথমবারের মতো আওয়ামীলীগের হয়ে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরী। এরপর থেকে চন্দনাইশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি। বিতর্কের ঊর্ধ্বে থাকা ক্লিন ইমেজের রাজনীতিক হিসেবে খ্যাতি আছে নজরুল ইসলামের।