বিশেষ প্রতিনিধিঃচট্রগ্রাম নগরীতে চুরি যাওয়া দুটি মোটরসাইকেল সহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকালে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আকবর শাহ থানা পুলিশ।
গ্রেফতারকৃত ৩ চোর হলো- নোয়াখালীর চর জব্বার এলাকার বিমল, কুমিল্লার রাকিব ও আব্দুল হক।
পুলিশ জানায়, আকবর শাহ এলাকার এন ব্লকের একটি রিক্সা গ্যারেজ থেকে গত ৩০ এপ্রিল দুটি মোটরসাইকেল চুরি যায়। এ ঘটনায় মোটরসাইকেল দুটির মালিকরা আলাদা আলাদা দুটি মামলা দায়ের করলে তদন্তে নামে আকবর শাহ পুলিশ।
আকবরশাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃত ৩ জন চোরই ওই গ্যারেজের রিকশা চালিয়ে রাতে ওই গ্যারেজে থাকতো। রিক্সা চালানো তাদের পেশা নয়। চুরি করতেই তারা রিক্সা চালকের অভিনয় করতেন।
সূত্র জানায় ৩ জনই পেশাদার চোর চক্রের সদস্য। তাদের সাথে আরও বেশ কয়েকজন রয়েছে। তারা ছদ্মবেশে নগরীসহ বিভিন্ন জায়গায় চুরি করতো ।