মোঃ ফয়সাল এলাহীঃ বিভাগীয় মামলার প্রস্তুতি চন্দনাইশ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজিত কান্তি দে (৪৫) ছাত্রীকে মারধর করায় গত (বৃহস্পতিবার) প্রশাসনিক বদলি, শোকজ ও বিভাগীয় মামলার প্রস্তুতি নেয়া হয় বলে জানা যায়। গত ২১ মার্চ দুপুরে চন্দনাইশ পৌরসভার সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজিত কান্তি দে একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী মহিমা সুলতানা মিমকে (৮) বেত্রাঘাত করে আহত করে। মিমকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়ার পর তার পিতা হাজির পাড়ার মহিউদ্দীন সওদাগর বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অভিযোগ দেন। অভিযোগের সত্যতা পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রতিবেদনসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবরে প্রেরণ করেন। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা আকতার বলেন, প্রতিবেদনের প্রেক্ষিতে গত (বৃহস্পতিবার) বিকালে আদেশ প্রাপ্ত হন। আদেশে শিক্ষক অজিত কান্তি দে’কে ধোপাছড়ির মংলারমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশাসনিক বদলি ও শোকজ করা হয়। সে সাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
Discussion about this post