বিশেষ প্রতিনিধিঃনগরীর(সিএমপি)মেট্রোপলিটন পুলিশের ব্যবস্থাপনায় চট্রগ্রাম থেকে ধান কাটতে হাওড়ে যাচ্ছে দেড় হাজার শ্রমিক। তারা সবাই কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার বাসিন্দা। থাকেন নগরের বাকলিয়া থানার বগারবিল ও শান্তিনগর এলাকায় ভাড়া বাসায়।
রবিবার (১৯ এপ্রিল) বিকেলে বাকলিয়া থানার উদ্যোগে প্রথম ধাপে ১০০ শ্রমিক সামাজিক নিরাপত্তা ও স্বাস্থবিধি মেনে ৫টি বাসে করে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বলে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দিন।
তিনি বলেন, হাওড়ে পাকা বোরো ধান যথাসময়ে কেটে ঘরে উঠানোর জন্য স্থানীয় কৃষকদের শ্রমিক স্বল্পতা রয়েছে। শ্রমিক স্বল্পতা দূর করতে অষ্টগ্রাম থানা ও স্থানীয় জনপ্রতিনিধির তত্ত্বাবধানে ধান কাটার জন্য এসব শ্রমিক পাঠানো হয়েছে।
ওসি নেজাম উদ্দিন বলেন,হাওড়ে এলাকায় ধান কাটার জন্য দেড় হাজার শ্রমিক প্রস্তুত করা হয়েছে। প্রথম ধাপে ১০০ জন শ্রমিককে পাঁচটি বাসে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে ও স্বাস্থ্যবিধি অনুসরন করে কিশোরগঞ্জের অষ্টগ্রাম এলাকায় পাঠানো হয়েছে।সোমবার থেকে পর্যায় ক্রমে এস-আলম গ্রুপের ৪০ টি বাসে শ্রমিকদের গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেয়া হবে বলে জানান তিনি ।