বিশেষ প্রতিনিধিঃচট্রগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন নেজামে হামজা সড়কস্থ মোল্লা হাজী আব্দুল মান্নান ষ্টোরের সামনে হতে গাঁজা ব্যবসায়ী মোঃ আব্দুল হাকিম (৪৯) কে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।
৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় এ.এস.আই নুর মোহাম্মদ শাহাদাত সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানাধীন নেজামে হামজা সড়কস্থ মোল্লা আলীর বাড়ীর সংলগ্ন হাজী আব্দুল মান্নান ষ্টোরের সামনে অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ী মোঃ আব্দুল হাকিম (৪৯) কে গ্রেফতার করে।
এ সময় তল্লাশী চালিয়ে তার হেফাজত হতে ১০০০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল হাকিমের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।