চলচ্চিত্র, সাংস্কৃতিক অঙ্গন, ৭৫ পরবর্তী দুঃসময় ও দুর্দিনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের অগ্নিকন্যা, সারাহ বেগম কবরী ১৭ এপ্রিল শনিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিট এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ( ইন্না-লিল্লাহ…রাজেউন)।
এ মহান স্বাধীনতা সংগ্রামী, সাহসী মানুষ ও চলচ্চিত্র জগতের আলোকিতজন কবরী সরওয়ার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক এডভোকেট কামরুন নাহার বেগম, সাধারণ সম্পাদক আবুল বশর, যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র স ম জিয়াউর রহমান, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী, সৈয়দা শাহেদা সুলতানা, জাহানারা সাবের, যুগ্ম সম্পাদক মাহফুজ উল্লাহ চৌধুরী সুমন, হাজী মো. সেলিম রহমান, প্রচার সম্পাদক সাজেদা বেগম সাজু, সমাজ কল্যাণ সম্পাদক মো. হাসান মুরাদ, প্রকাশনা সম্পাদক জামশেদ রাশেদসহ সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিতে তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে তারা বিবৃতিতে বলেন, কবরী সরওয়ার শুধু সংস্কৃতি অঙ্গনের আলোকিত ব্যক্তিত্ব ছিলেন শুধু তা নয়, তিনি একাধারে রাজনৈতিক অঙ্গনেও সফল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তার মৃত্যুতে বঙ্গবন্ধুর আদর্শের নেতাকর্মীরা একজন সৎ, সাহসী ও নিষ্ঠাবান বঙ্গববন্ধু আদর্শের কর্মীকে হারালেন।