৭১ বাংলাদেশ প্রতিবেদকঃসরকারি বরাদ্দের বাইরে কোন প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির কাছ থেকে চাঁদা বা আর্থিক অনুদান না নেয়ার ঘোষণা দিয়েছেন সাতকানিয়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম।
মঙ্গলবার সকাল সড়ে ১০টায় উপজেলার পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ ঘোষণা দেন।
জানা যায়, অতীতে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তারা বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠান সম্পন্ন করতে সরকারী বরাদ্দের বাইরে এলাকার ইটভাটা সমিতি, জুয়েলারি সমিতি,ঠিকাদার সমিতি ও উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ি সমিতি এবং কিছু কিছু ধনাঢ্য ব্যাক্তির নিকট হতে আর্থিক অনুদান আদায় করে অনুষ্ঠানের ব্যয় নির্বাহ করতেন। এসব আর্থিক অনুদান কোথায় কিভাবে ব্যয় করা হত তার কোন হিসাব কাউকে জানানো হত না কিংবা কেউ জানতেন না। এ নিয়ে অনেকের মধ্যে চাপা ক্ষোভের জন্ম দেয়। যার কারনে বিষয়টি নিয়ে সভায় বক্তব্য উত্তাপন করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাষ্টার ফরিদুল আলম।
উপজেলা আওয়ামীলীগ নেতা মাষ্টার ফরিদুল আলমের এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,সরকারী বরাদ্দের মধ্যে ব্যয় সীমাবদ্ধ রেখেই সকল জাতীয় দিবসের অনুষ্ঠান সম্পন্ন করা হবে। বাইরের কোন সংস্থা কিংবা কোন ধনাঢ্য ব্যক্তির নিকট হতে চাঁদা আদায় করে জাতীয় দিবস পালনের কোন বিধান নেই। সরকার এ ধরনের চাঁদাবাজি থেকে বিরত রাখতে প্রতিটি জাতীয় দিবসের অনুষ্ঠান পালনের জন্য নির্দিষ্ট বরাদ্দ দিয়ে থাকে।
তিনি আরো বলেন, অতীতে কোথাও থেকে চাঁদা আদায় করে জাতীয় দিবস পালন করা হয়েছে তার হিসাব কিংবা নেয়ার বিষয়টি সরকার স্বীকৃত নয়। তবে কেউ যদি স্বপ্রনোদিত হয়ে জাতীয় দিবসের অনুষ্ঠানাদি পালনের আর্থিক অনুদান দিতে আগ্রহ প্রকাশ করেন। তা’ উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা সাগ্রহে গ্রহন করবেন এবং তা’ যথযথাভাবে ব্যয়িত হবে সে নিশ্চয়তা দিতে পারেন। এদিকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার এ ধরনের ঘোষনা কে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনীতিবিদরা।
উপজেলা চেয়ারম্যান এম. এ. মোতালেব সিআইপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিভিন্ন জাতীয় দিবসের প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমন আরা বেগম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোজাম্মেল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিম শরীফ, আমিলাইষ ইউপি চেয়ারম্যান এইচএম হানিফ, ঢেমশা ইউপি চেয়ারম্যান রিদুয়ান উদ্দিন, চরতি ইউপি চেয়ারম্যান ডা. রেজাউল করিম প্রমুক