৭১ বাংলাদেশ প্রতিনিধিঃকরোনা-যোদ্ধা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছেড়ে দিতে বললেই কঠোর ব্যবস্থা নেবে সিএমপি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সিএমপির এক প্রেসবিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।
বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন। জাতির এই দুর্দিনে সম্মানিত চিকিৎসকগণকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু বাড়িওয়ালা সম্মানিত চিকিৎসক ও চিকিৎসা কর্মীগণকে বাসা ভাড়া দিতে অসহযোগিতা করছেন। এমনকি বাসা ছেড়ে দেয়ার জন্যও চাপ দিচ্ছেন, যা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি।
কোনো বাড়িওয়ালা এরূপ আচরণ করলে সাথে সাথে সিএমপির হটলাইনে (০১৪০০-৪০০৪০০, ০১৮ ৮০ ৮০ ৮০ ৮০) ফোন করে জানাতে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে সিএমপির প্রেসবিজ্ঞপ্তিতে।
এ ধরনের তথ্য পেলেই সংশ্লিষ্ট বাড়িওয়ালার বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে বলে পুলিশ কমিশনার মাহবুবর রহমানের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয় প্রেসবিজ্ঞপ্তিতে।ফাইল ফটো