বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সম্মাননা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে চিটাগাং সিনিয়রস ক্লাব লিমিটেড।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রধান অতিথিকে সম্মাননা জ্ঞাপন করেন ক্লাবের প্রেসিডেন্ট ডা. সেলিম আকতার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মানিক বাবলু ও কমিটির সদস্য মোহাম্মদ আব্বাস, প্রফেসর ডা. মো. জসিম উদ্দিন, মো. তাহের-উল-আলম চৌধুরী (স্বপন), এমএ কবির মিল্কী ও মোহাম্মদ এয়াকুব চৌধুরী।
প্রধান অতিথি ক্লাবের ২৫জন মুক্তিযোদ্ধা সদস্যকে সম্মাননা প্রদান করেন।
প্রধান অতিথি প্রথমবারের মতো মুক্তিযোদ্ধাদের এ ধরনের সম্মাননার জন্য ক্লাবের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও কমিটির সবাইকে ধন্যবাদ জানান।
বক্তব্য দেন ক্লাবের প্রেসিডেন্ট ডা. সেলিম আকতার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মো. মানিক বাবলু ও মুক্তিযোদ্ধা সম্মাননা উপ-কমিটির আহ্বায়ক মির্জা আবু মনসুর।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কিরণ চন্দ্র দে’র (কেসি দে) ছবি প্রতিস্থাপন করেন এবং ক্লাবের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, কমিটি মেম্বাররা ক্লাবের মনোগ্রাম সংবলিত পতাকা উত্তোলন করেন।
Discussion about this post