সিলেট প্রতিবেদকঃমাহমুদ উস-সামাদ চৌধুরী এম.জি সব সময় শিক্ষক সমাজকে মর্যাাদা দিতেন। তিনি ছিলেন দুরদর্শি চিন্তা চেতনায় পারদর্শী ও বহু গুণে গুণানিত্ব ব্যক্তি।
তিনি নিজেকে সৎ ও নিষ্ঠাবান হিসাবে মানুষের কাজ করে গেছেন। তার মৃত্যুতে শিক্ষাসহ এলাকার সার্বিক উন্নয়নের একজন অভিভাবক কে হারালো। তিনি সব সময় লোভ লালসার উর্ধ্বে উঠে নিরলসভাবে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। বিশেষ করে বর্তমান সরকারের শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধনে তার অবদান ছিল অনসিকার্য।
সোমবার ২২ মার্চ দক্ষিণ সুরমার উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে মাহমুদ উস-সামাদ চৌধুরী এম.পি স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে শিক্ষক মোঃ আলা উদ্দিনের পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন মরহুম মাহমুদ উস-সামাদ চৌধুরী এম.পি’র ভাগিনা জুনেদ আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুসলিমা বেগম, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ফজলুল করিম হেলাল, দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, মাহমুদ উস-সামাদ চৌধুরী এম.পির ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ, কুচাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলা উদ্দিন, রেঙ্গা হাজীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমীর শিকদার এর যৌথ পরিচালনায় শোক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তুরুকখলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা বেগম, রাখালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা শাখার সভাপতি নাসির উদ্দিন, শিক্ষক ওয়াহিদুর রহমান, বিপ্লব পুরকায়স্ত, বিপ্লবী পাল, হেলাল উদ্দিন, বিদ্যুৎ কুমার দাস, নিপা মজুমদার, কয়েছ আহমদ, ফয়জুর রহমান, মিটন চন্দ্র দাস, কামরান মিয়া দপ্তরী প্রমুখ। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল গফুর মজুমদার। গিতা পাঠ করেন সুমিতা দত্ত কানুনগো।
সভায় মরহুম মাহমুদ উস-সামাদ চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয় করা হয়।